২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাংলাদেশ স্কোয়াড গড়া ও জাতীয় লিগ টি-টোয়েন্টির খেলা দেখা নিয়ে ব্যস্ত সময় কাটছিল আব্দুর রাজ্জাকের। তবে নির্বাচকের সেই ব্যস্ততা ছেড়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন ভূমিকায় আবির্ভাবের ছবি মেলে ধরলেন তিনি শনিবার। বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ার জন্য মনোনয়নপত্র কিনলেন সাবেক এই স্পিনার। মনোনয়নপত্র নেওয়ার আগে নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে চিঠি দেন তিনি। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে তার দায়িত্ব ছেড়ে দেওয়া নিশ্চিত করে বিসিবি। সব মিলিয়ে আসন্ন নির্বাচনের জন্য এবার তিনটি ক্যাটাগরিতে মোট ৬০ জন মনোনয়নপত্র কিনেছেন। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে জেলার প্রতিনিধি, ঢাকার ক্লাব প্রতিনিধিসহ আছেন বিভিন্ন শ্রেণির প্রার্থী। ক্যাটাগরি ১, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। ঢাকা...