২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম আমরা যখন দাউ দাউ করা আগুন নির্বাপনে ব্যস্ত থাকি, তখন নিজের কথা মাথায় থাকে না। মানুষের জীবন বাঁচানো আর সম্পদ রক্ষা করাই থাকে একমাত্র টার্গেট। কিন্তু সেই ঝুঁকি আমাদের জন্য মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি টঙ্গির একটি কেমিক্যাল কারখানায় আগুন ও তিনজন ফায়ার ফাইটারের মর্মান্তিক মৃত্যুর পর এমনই মন্তব্য করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একজন কর্মকর্তা। তিনি জানান, শুধুমাত্র অভিযানিক কার্যক্রম চালাতে গিয়ে ১৯৬৬ সালে সংস্থাটির শুরু থেকে ৫১ জন কর্মীর মৃত্যু ঘটেছে। নিহত এসব কর্মীর মধ্যে নার্সিং অ্যাটেনডেন্ট থেকে শুরু করে সিনিয়র স্টেশন অফিসার পর্যন্ত রয়েছেন। সংস্থাটির হিসেবে, গত ১০ বছরেই মৃত্যু হয়েছে ২৬ জনের। এ সময়ে কমবেশি আহত হয়েছেন আরো ৩৮৬ জন। তবে সব...