২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ‘আশ্বিন-কার্তিকের তুফান’ কিংবা ‘অক্টোবর-নভেম্বর বিপদ’। কথাটা প্রচলিত আছে বাংলাদেশের আবহাওয়া-জলবায়ুতে শত বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাকের ইতিহাস পর্যায়ক্রম এবং বিবরণীতে। ওই সময়ে অতীতে বারবার ফুঁসে উঠে বঙ্গোপসাগর। অনেকগুলো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস বঙ্গোপসাগর থেকে ধেয়ে এসে এই অঞ্চলের উপকূলভাগে (বাংলাদেশসহ সংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা-অন্ধ্র) আঘাত হানে। জানমালের ক্ষয়ক্ষতি হয় ব্যাপক। এ ধরনের দুর্যোগ-প্রবণ মৌসুম আরকেটি হচ্ছে এপ্রিল মাসের শেষ দিক থেকে জুনের প্রথমমার্ধ পর্যন্ত। চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত উল্লেখযোগ্য বা সক্রিয় শক্তিশালী কোনো নিম্নচাপ-ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি। সাধারণত বঙ্গোপসাগরে শক্তিশালী কোনো নিম্নচাপ-ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস সৃষ্টির আগেভাগে অন্যতম আলামত হিসেবে সময়ে-অসময়ে ভ্যাপসা গরম ও গুমোট ধরনের আবহাওয়া লক্ষ্য করা যায়। ভাদ্র মাস পেরিয়ে আশি^ন এখন প্রায় মধ্যভাগে। অথচ আবহাওয়ায় ভরা শরৎ ঋতুর আমেজ অনুপস্থিত। আশি^নে এসেও...