২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম ইসলাম মধ্যপন্থার ধর্ম। এতে বাড়াবাড়ির কোনো স্থান নেই। কেউ ইসলামের নামে ইসলামের চেতনার বিরোধী কাজ করলে তা ইসলামের দোষ নয়, বরং সেই ব্যক্তির দোষ। এজন্য মুসলমানদের উচিত, ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা, যাতে বোঝা যায় কোনো কাজ ইসলামী নাকি অনৈসলামী। সম্প্রতি এক স্থানে কয়েকজন দাড়ি-টুপিওয়ালা ব্যক্তি এক বৃদ্ধের মাথার লম্বা চুল জোর করে কেটে দিয়েছেন। এ ঘটনা দেশের সুশীল মহল সমালোচনা করেছেন এবং সমালোচনা করাই উচিত। কারণ, কেউ যদি নিজের মাথা বা শরীর অগোছালো কিংবা নোংরা রাখতে চান, সেটি তাঁর ব্যক্তিগত অধিকার। যতক্ষণ না এতে আশপাশের মানুষের অসুবিধা বা ক্ষতি হয়, ততক্ষণ এ অধিকারে কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। তাই বৃদ্ধের অনিচ্ছা সত্ত্বেও তাঁর মাথার চুল কেটে দেওয়া...