২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম সঙ্গীতশিল্পী আসিফ আকবর কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। আসিফ এখন সঙ্গীতসফরে যুক্তরাষ্ট্র রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নির্বাচন করবেন। যুক্তরাষ্ট্র থেকে আসিফ বলেন, একসময় কুমিল্লার খেলাধুলার দারুণ ঐতিহ্য ছিল। ফুটবল, ক্রিকেট, হকি, সব খেলায় আমাদের দাপট ছিল। অথচ ঢাকার এত কাছের জেলা হয়েও আমরা সব হারিয়েছি। কুমিল্লায় ৬ বছর ধরে ক্রিকেট লীগ হয় না, এটা ভাবা যায়! বিসিবিতে যদি আসতে পারি, সবার আগে আমার লক্ষ্য থাকবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় নিয়ে যাওয়া, যেন জাতীয় পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব থাকে। তিনি বলেন, কুমিল্লার ছেলেমেয়েরা এখন আর মাঠমুখী নয়। মাদক একটা ভয়ংকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। এসব হয়েছে শুধু বাচ্চাদের মাঠমুখী...