২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে আবারও তীব্র ভাঙন শুরু হয়েছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় ও খাষপুকুরিয়া পয়েন্টে প্রায় চার বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। ভাঙন এলাকার অবস্থান বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছাকাছি। এতে বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চৌহালী ও খাষকাউলিয়া ইউনিয়নের কয়েকটি এলাকার ফসলি জমি, ঘর-বাড়ি, স্কুল, কলেজ ও মাদরাসা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বাঁধ ভেঙে পড়ার আশঙ্কায় খাষকাউলিয়া, পয়লা, হিজুলিয়া, কাঁঠালিয়া, দত্তকান্দি ও শাকপালসহ ছয়টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা জানান, তারা রাতে ঘুমাতে পারছেন না। শুক্রবার গভীর রাতে ভাঙনের ফলে কিছু ঘর-বাড়ি এবং ফসলি জমি মুহূর্তেই নদীগর্ভে চলে গেছে। নদীর গতি যেকোনো সময় বদলে যেতে পারে এবং...