২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ চলছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় শনিবার সকাল থেকে জেলা সদর ও পৌর শহরসহ অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার ভোর ৫টা থেকে শুরু হওয়া অবরোধে জেলার বিভিন্ন সড়কে পিকেটিং শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান এ অবরোধে খাগড়াছড়ি শহরের প্রবেশমুখ চেঙ্গী ব্রিজ ইউনিয়ন পরিষদ এলাকা, চেঙ্গী স্কয়ার ও নারায়ণ খাইয়া মুখ এলাকায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও ইট ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। ফলে খাগড়াছড়ি-দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ির অভ্যন্তরীণ সড়ক বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও সাজেকগামী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে সাজেকগামী বহু পর্যটক আটকা পড়েছেন। এদিকে...