২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে একদিনে পৃথক ৩টি দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও কন্যাসহ ৫ জন নিহত হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ইজি বাইকের ৪ যাত্রী, সদর উপজেলা বাস চাপায় পথচারী এবং মুকসুদপুর উপজেলার প্রাইভেটকার ও ভ্যানের মধ্যে সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। গতকাল শনিবার দুপুরে ও বিকেলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকের যাত্রী মাদারীপুরের কালকিনি উপজেলার পাইককান্দি গ্রামের মোতালেব মোল্যা (৭০) ঘনটাস্থলে নিহত হয়। আহত হয় ৫ জন। গুরুতর আহত অবস্থায় মোতালেবের স্ত্রী...