২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন দাস। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না বাংলাদেশের অধিনায়কের। চোটে থেকে সেরে উঠতে অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ২২ সেপ্টেম্বর অনুশীলন করে বাংলাদেশ। সেদিন অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন লিটন। তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় ডানহাতি ব্যাটারের চোট খুব বেশি গুরুতর নয়। যদিও সেটা শেষ পর্যন্ত আর হালকা চোটে সীমাবদ্ধ থাকেনি। ভারতের বিপক্ষে লিটনকে খেলাতে ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট। মেডিকেল বিভাগের সবুজ সংকেত না পাওয়ায় সেই...