নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি সম্প্রতি সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেলে দুটি প্রতিষ্ঠান এবং শনিবার একটি প্রতিষ্ঠান এই ঘোষণা দেয়। তবে আনুষ্ঠানিকভাবে আজ রবিবার এগুলো স্টক এক্সচেঞ্জে প্রচারিত হবে। বিশ্লেষকদের মতে, তিনটি কোম্পানিই এবার আগের বছরের তুলনায় বেশি ডিভিডেন্ড দিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক খবর। ফলে আজকের লেনদেনে এসব কোম্পানির শেয়ারের দরে বাড়তি নজর থাকবে বলে বাজারসংশ্লিষ্টরা মনে করছেন। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য এনভয় টেক্সটাইল ৩০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সায়, যেখানে আগের বছর ছিল ৩ টাকা ৫৮ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৪ টাকা ৭৭ পয়সা, যা আগের...