চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, একটি দল গ্রাম-গঞ্জে জান্নাতের টিকিট বিক্রি করছে। আপনারাই বলুন, জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে।ধর্ম ব্যবসায়ীরাই জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের কাছ থেকে দূরে থাকবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও বিএনপির সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার লক্ষ্যে ছয় নং পাইন্দং ৭নং কাঞ্চন নগর - ১০নং সুন্দরপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে বিশাল কর্মীসমাবেশে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বলেন, ধর্ম ব্যবসায়ীরা মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। কারণ মানুষ অনেক সচেতন। তারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি বলেন, বিএনপির ৩১ দফার মধ্যে সব প্রকার সংস্কার রয়েছে। এগুলো বাস্তবায়ন...