নারী ফুটবলে জাপান পরাশক্তিদের একটি। এশিয়ায় তাদের অবস্থান সেরাদের কাতারে। দল হিসেবে যেমন তারা সেরা, সুযোগ-সুবিধার দিক থেকেও। তাই জাপানের উন্নত সুযোগ-সুবিধায় এশিয়ান কাপে প্রথম সুযোগ পাওয়া বাংলাদেশকে কিছুদিন অনুশীলন করাতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন যে সময়টায় বাংলাদেশকে আতিথ্য দিতে চাচ্ছে, ২০ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশের ঘরের মাঠে খেলার কথা ত্রিদেশীয় টুর্নামেন্ট। তাই জাপান যাওয়ার পরিকল্পনা ভেস্তে গেছে। চেষ্টা করেও ঋতুপর্ণাদের জন্য উন্নত অনুশীলনের ব্যবস্থা করতে গিয়ে বারবার ব্যর্থ হতে হচ্ছে বাফুফেকে। যা মুখ ফুটে নিজেই স্বীকার করেছেন বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার। তিনি বলেন, ‘চেষ্টা করছি, কিন্তু না পেলে তো কিছু করার নেই। এটা মেনে নিতেই হবে। জীবনটাই এমন আমরা যেভাবে চাই সেভাবে হয় না। এক রকম প্ল্যানিং করি, এক রকম স্বপ্ন দেখি,...