ভারত-পাকিস্তান, ক্রিকেট মাঠে ২১০ বার নিজেদের মুখোমুখি হলেও গত ৪০ বছরে পাঁচ বা ততোধিক দলের অংশগ্রহণে হওয়া টুর্নামেন্টের ফাইনালে দেখা হয়েছে মাত্র পাঁচবার। আজকের প্রথম এশিয়া কাপ ফাইনালে নামার আগে, ফিরে দেখা যাক সেই ঐতিহাসিক লড়াইগুলো। সেই সময়ের ৭টি দেশকে নিয়ে একবারই মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। সেমি পেরিয়ে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয় দুদেশ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড আর উপস্থিত ৫০ হাজার দর্শক মিলে তৈরি করেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল খেলার সেরা উপলক্ষ। কিন্তু ওই ফাইনালটি ছিল বড্ড একপেশে। কপিল ও লক্ষণ মিলে ৬ উইকেট শিকারের দিনে পাকিস্তানের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৭৬ রানে। ভারতের দুই ওপেনার রবি শাস্ত্রী ও ক্রিস শ্রীকান্তের ১০৩ রানের জুটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ভারত জেতে ৮ উইকেটে। এক বছর বাদেই আরেকবার ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান।...