দ্বিতীয় দফায় শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় দিনের ম্যাচে রান তাড়া করা দুই দলই পেয়েছে জয়ের দেখা। দিনের প্রথম ম্যাচে রেজাউর রহমান রাজার ৭ বলে অপরাজিত ১৯ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে বরিশালকে ২ উইকেটে হারায় সিলেট। পরের ম্যাচে ঢাকা মেট্রোর ১৮৬ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে চট্টগ্রাম। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তোলে বরিশাল বিভাগ। দলের হয়ে ৪৪ বলে ৪টি করে চার-ছক্কায় সর্বোচ্চ ৬০ রান করেন ফজলে মাহমুদ রাব্বী। এছাড়া অধিনায়ক সালমান হোসেন ইমন করেন ২১ বলে ৩৫ রান। বরিশালের ৭ ব্যাটসম্যান দুই অঙ্কেই যেতে পারেননি। ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন সিলেটের পেসার এবাদত হোসেন, একটি নেন রেজাউর রাজা। রান তাড়ায়...