ভারতের ওপেনার অভিষেক শর্মা এশিয়া কাপে আরও এক রেকর্ড গড়লেন। শুক্রবার সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। ৬ ম্যাচে ৩০৯ রান তার। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ২০২২ সালে মোহাম্মদ রিজওয়ানের (২৮১)। একই টুর্নামেন্টে বিরাট কোহলি করেছিলেন ২৭৬ রান। শুক্রবার ভারতের করা ২০২ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংসও থামে ২০২ রানে। পাথুম নিশাঙ্কা করনে ১০৭ রান। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে অবশ্য পেরে ওঠেনি লঙ্কানরা। সুপার ওভারে শ্রীলঙ্কা ২ রান তুললে জবাবে এক বলেই খেলা শেষ করে ভারত। এবার ব্যালন ডি’অর জিতেছেন পিএসজিতে খেলা ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। তিনি কত ভোট পেয়েছেন, তা নিয়ে আগ্রহ ছিল সবার। পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া খেলোয়াড়দের ভোটসংখ্যা...