শারজাতে ইতিহাস গড়েছে নেপাল। প্রথমবারের মতো কোনও আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে জয় পেয়েছে তারা। তাও আবার সেটা করেছে দুইবারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ১৯ রানে। এর আগে ২০১৪ সালে আফগানিস্তানকে একবার টি-টোয়েন্টিতে হারিয়েছিল নেপাল। তবে তখন আফগানিস্তান ছিল সহযোগী সদস্য। শুধু জয় নয়, এই ম্যাচ নেপালের জন্য ছিল আরও ঐতিহাসিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি ছিল তাদের প্রথম টি-টোয়েন্টি, একইসঙ্গে প্রথম কোনও পূর্ণ সদস্য দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। সেই মঞ্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতিটি বিভাগে দাপট দেখিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে তারা। ম্যাচে পুরোপুরিই ছিল নেপালের দলগত নৈপুণ্যের প্রদর্শনী। নেপালের ছয় ব্যাটার অন্তত একটি করে ছক্কা হাঁকিয়েছেন, ছয় বোলার তুলে নিয়েছেন অন্তত একটি করে উইকেট। ফিল্ডিংয়েও ছিল তাদের স্পষ্ট আধিপত্য।...