চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) এলাকায় ক্রিকেটারদের স্ট্যাচু ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুর হওয়া স্ট্যাচু জোড়া দেওয়ার চেষ্টার বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশের দাবি, স্ট্যাচু ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। তবে ভাইরাল হওয়া ভিডিওতে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এক লোক লোহার একটা পাইপ নিয়ে এগুলো (স্ট্যাচু) ভেঙেছে। তার কাঁদে ব্যাগ ছিল।’ নগরের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘স্টেডিয়াম এলাকায় স্ট্যাচু ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। আমরা ভিডিওগুলো বিচার-বিশ্লেষণ...