ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্বে থেকেও নির্বাচন নিয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের অনিয়মের অভিযোগ তুলে বিবৃতি দেওয়াকে ‘দ্বিচারিতা’ বলছেন জামায়াতপন্থি শিক্ষকরা। শনিবার বিকালে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে নির্বাচন কেন্দ্রিক পর্যবেক্ষণ তুলে ধরে জামায়াতপন্থি শিক্ষদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’। লিখিত বক্তব্যে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে শিক্ষকদের সংগঠন সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে ‘হতাশাজনক’ বিবৃতি দিয়েছে। জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোতে সংগতকারণে সাদা দল নেতৃত্ব দিচ্ছে দাবি করে তিনি বলেন, “বিভিন্ন অনুষদের ডিন, ১৮টি হলের মধ্যে ১৬টির প্রভোস্টরা সরাসরি সাদা দলের সাথে সম্পৃক্ত। এছাড়া ডাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের ১০ জন সদস্যের মধ্যে আটজনই সাদা দল ও দুইজন গোলাপী দলকে প্রতিনিধিত্ব করেন।” ডাকসু নির্বাচনে ছাত্রদল...