২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম পর্যটন এলাকাগুলোয় ভ্রমণকে নিরাপদ, আনন্দময় ও সাশ্রয়ী করতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল ‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে উদ্যাপন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫। সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ে পর্যটন ভবনের সামনে আয়োজিত র্যালি উদ্বোধনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। ফিতা কেটে র্যালির উদ্বোধন করেন বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা। র্যালিতে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটন সংগঠন থেকে শুরু করে পর্যটন খাতের বিভিন্ন কর্মকর্তারা। পর্যটন নিয়ে বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে স্লোগান দেন তারা। র্যালি শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন পর্যটন উপদেষ্টা। সেসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যটন এলাকাগুলোয় ভ্রমণকে নিরাপদ, আনন্দময় ও...