২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম কমিশনের অনুমোদন ছাড়াই এবার ‘অর্থ আত্মসাৎ’ ও ‘ক্ষমতার অপব্যবহার’-এর অভিযোগে মামলা করলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক উপ-সহকারী পরিচালক। মামলা দায়ের করা হয়েছে ‘চলমান নির্মাণ কার্যক্রম’কে ‘পরিসমাপ্ত’ দেখিয়ে। আর আসামি করা হয়েছে ওই মুহূর্তে টেবিলে যাকে যাকে পাওয়া গেছে, সবার বিরুদ্ধে। কিন্তু যাদের স্বাক্ষরে কথিত এ আত্মসাতের ঘটনা ঘটেছে, অনুসন্ধান প্রতিবেদনেই তাদের দেয়া হয়েছে দায়মুক্তি। দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে ঘটেছে নজিরবিহীন এ ঘটনা। জানা গেছে, প্রকৃত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাঁচাতেই তড়িঘড়ি করে দায়ের করা হয় এ মামলা। কমিশনের ‘স্যাংশন’-এর পরিবর্তে ‘সজেকা’র উপ-পরিচালক নিজেই দিয়েছেন মামলার রুজুর অনুমোদন। রেকর্ডপত্র বিশ্লেষণে দেখা যায়, ২৫ মে দুদকের কুড়িগ্রাম সজেকার উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদি হয়ে একটি মামলা (স্মারক নং-০০.০১.৪৯০০.৭৭৫.৯৯.০০১.২৫-৬৩৫) দায়ের...