২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম নানা নাটকীয়তার পর অবশেষে পর্দা নামতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসরের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এবারের ঐতিহাসিক ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল; ভারত-পাকিস্তান। ১৯৮৪ সালে শুরু হওয়া এশিয়া কাপে এই দুই দল একাধিকবার ফাইনালে খেললেও কখনো একে অপরের মুখোমুখি হয়নি। এশিয়া কাপের ইতিহাসে এই প্রথম দুই ‘চির শত্রুর’ দেখা হচ্ছে। এশিয়া কাপে এর আগে আটটি শিরোপা জিতেছে ভারত, পাকিস্তান কেবল দু’বার। একটা সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল, উত্তেজনা আর রোমাঞ্চ। কিন্তু গত দুই দশকে ভারতের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। যে কারণে দুই প্রতিবেশীর লড়াইয়ে এখন আর ম্যাচের পরতে পরতে উত্তেজনা পরখ করা যায় না। এশিয়া কাপের এবারের আসরে ফাইনালে...