২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) নতুন মৌসুমের শুরুটা সুখকর হলো না বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও টানা পাঁচবারের সেরা বসুন্ধরা কিংসের। তবে নিজেদের প্রথম ম্যাচে ঠিকই সাফল্য তুলে নিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ফর্টিস এফসির বিপক্ষে হার দিয়ে সাদাকালোরা এবারের বিএফএল শুরু করলেও বসুন্ধরাকে রুখে দিয়ে চমক দেখায় নবাগত পিডাব্লিউডি। এছাড়া পুলিশের কাছে হেরে লিগের শুরুতেই হোঁচট খায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। মাত্র তিন দিন আগে কুমিল্লায় ফেডারেশন কাপে গ্রুপ পর্বের ম্যাচে পুলিশ এফসিকে ৩-২ গোলে হারিয়েছিল মোহামেডান। তবে লিগের শুরুটা মোটেই ভালো করেনি আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-০ গোলে হেরে যায় ফর্টিসের কাছে। বিজয়ী দলের হয়ে গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর জোড়া গোল...