২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী বছরের ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ার তিনটি শহরে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপের মুল পর্বের খেলা। এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। তবে মেয়েদের প্রস্তুতি জাপানে হবে শুরুতে বলা হলেও এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তা শুরু করতে যাচ্ছে চট্টগ্রামে। সুতরাং ঋতুপর্ণাদের প্রস্তুতি ক্যাম্প জাপানে নয়, হচ্ছে চট্টগ্রামে। এই ক্যাম্পে থেকে নিবিড় অনুশীলনের জন্য গতকাল ২৯ জন নারী ফুটবলার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ কাল সাংবাদিকদের বলেন, ‘মেয়েরা আরো উন্নত ও নিবিড় অনুশীলনের জন্য চট্টগ্রামের আনোয়ারায় ইয়াংওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেডে ২০ দিন অনুশীলন করবে। সেখানে ইয়াংওয়ানই...