২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্দেশ্যে বার্তা দেয়ার লক্ষ্যে গতকাল সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ‘আওয়ার ফিউচার, আওয়ার ভয়েস-মেসেজ অ্যাহেড অব দ্য ইউএন কনফারেন্স অন রোহিঙ্গা’ শিরোনামে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিতব্য সম্মেলনটি হবে রোহিঙ্গা সঙ্কট বিষয়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনকে উপলক্ষ করে আয়োজিত সমাবেশ থেকে দাবি করা হয়, দীর্ঘ আট বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সঙ্কট সমাধানে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গারা কেবল মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। যা কোনোভাবেই দীর্ঘমেয়াদি সমাধান নয়। অবিলম্বে রোহিঙ্গারা যাতে নিরাপদে ও সম্মানের সাথে জন্মভূমিতে নাগরিক অধিকার নিয়ে ফিরতে...