২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথক করতে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির সিদ্ধান্ত ও তার পরবর্তী প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিভ্রান্তি, উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে। সংস্কার প্রস্তাবের জন্য গঠিত পরামর্শক কমিটির একাধিক সদস্য সরাসরি অভিযোগ করেছেন, সরকার তাদের সুপারিশ যথাযথভাবে বাস্তবায়ন না করলে ভবিষ্যতে দেশের জন্য ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ হতে পারে। গতকাল রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ (পিইবি) আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব মত উঠে আসে। আলোচনায় অংশ নিয়ে সংস্কার কমিটির সদস্য ও সাবেক এনবিআর সদস্য ফরিদ উদ্দিন বলেন, সরকার যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে, তা পরামর্শক কমিটির মূল সুপারিশ অনুসারে হয়নি। তিনি বলেন,...