২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ এএম ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সভাপতি ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ শিশু, ৯ জন পুরুষ ও ১৬ জন নারী।ভারতের দ্য হিন্দু পত্রিকা জানায়, তামিলনাড়–র স্বাস্থ্যমন্ত্রী মা. সুব্রামানিয়ান জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন এবং আরো ৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরো জানান, তিরুচি থেকে ২৪ জন এবং সালেম থেকে ২০ জন চিকিৎসককে করুর পাঠানো হচ্ছে। দ্য হিন্দু বলছে, এদিনের জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ। এতে বহু মানুষ যোগ দেন। এসময় ভিড় ও হুড়োহুড়িতে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের হাসপাতালে নেওয়া হয়।করুর মেডিকেল...