মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১ রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। জয়ের জন্য শেষ ওভারে লঙ্কানদের লাগতো ৯ রান। হাতে ২ উইকেট। প্রথম বলে ৪ হজম করেন মারুফা আক্তার। দ্বিতীয় বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন ইমেশা দুলানি। পরের তিন বলে ৩ রান সংগ্রহ করে লঙ্কানরা। শেষ বলে জিততে ২ রান লাগতো তাদের। তবে সুগান্ধিকা কুমারিকে স্বর্ণা আক্তারের ক্যাচ বানিয়ে জয় নিশ্চিত করেন টাইগ্রেস পেসার। কলম্বোতে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৪২ রান তোলে নিগার সুলতানা জ্যোতির দল। জবাবে নেমে ৫০ ওভার ২৪১ রানে সবকটি উইকেট হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন শারমিন আক্তার সুপ্তা। ১০১ বলে ৭১ রান করেন তিনি।...