ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের প্রার্থী তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে মঞ্চের পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে।সিদ্ধান্ত অনুযায়ী, গণতন্ত্র মঞ্চের ছয়টি দল তাদের নিজেদের প্রার্থী তালিকা তৈরি করে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় মঞ্চের সভায় জোটগতভাবে প্রার্থীদের প্রাথমিক বাছাইপর্ব সম্পন্ন করবে।জানা গেছে, মঞ্চের সেই প্রার্থী তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বিএনপিকে দিতে চায় ছয় দলীয় এই জোট। সম্প্রতি গণতন্ত্র মঞ্চের কাছে প্রার্থী তালিকা চেয়েছে বিএনপি।ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও রাজনৈতিক পরিষদের...