সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গুলশান-১ নম্বরের পুলিশ প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদের নেতৃত্বে এদিন রাত সাড়ে ৯টার দিকে গুলশান-১ পুলিশ প্লাজা এলাকায় অভিযান চালায় গুলশান থানা পুলিশ। অভিযানে কামাল আহমেদের ছেলে শাহেদ আহমেদকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় রবিবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। গত বছরের ১৯ অক্টোবর দিবাগত রাতে জুলাই-আগস্টের গণআন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার...