বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স চরমোনাইয়ের পীরকে উদ্দেশ্য করে বলেছেন, ‘পীর সাহেব কি জেনেশুনে বিষ পান করছেন, নাকি নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনকে অনিশ্চিত করে ২৯ বছর ধরে হাতপাখা দিয়ে বাতাস করা হাসিনাকে আবার ফিরিয়ে আনতে ষড়যন্ত্র করছেন?’শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রশ্ন তোলেন। এরপর তিনি দুধনই বাজারে ২ নং ওয়ার্ড এবং সন্ধ্যায় বটিহালা বাজারে ৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।ইতোপূর্বে জামায়াতকে ‘বিষের সাথে তুলনা’ করে চরমোনাইয পীরের একটি বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, পীর সাহেব বলেছিলেন জামায়াতের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে। সেই পীর সাহেব এখন জামায়াতের সাথে ঐক্য করে নিজের কথা অনুযায়ী নিজের...