ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান মুহাম্মদ ইউনূস ও তার মেয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি অভিযোগ করেছেন, ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মিথ্যা ছড়াচ্ছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রে যান ইউনূস ও তার সফরসঙ্গীরা। পরের দিনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। শনিবার প্রধান উপদেষ্টার ফেইসবুক পেইজে ওই অনুষ্ঠানের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল ট্রাম্পের বাঁ পাশে রয়েছেন তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ডান পাশে মুহাম্মদ ইউনূস, তিনি হাসিমুখে দাঁড়িয়ে আছেন। প্রধান উপদেষ্টার ডান পাশে রয়েছেন তার মেয়ে দিনা ইউনূস। ট্রাম্প দম্পতির সঙ্গে ইউনূস ও তার মেয়ের এই ছবির সত্যতা...