মুসলমানদের জন্য হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতিবছর লাখো মানুষ পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান। তবে সাম্প্রতিক বছরগুলোতে হজের খরচ বেড়ে গেছে। উচ্চ মূল্যে সরকারি ও বেসরকারি প্যাকেজ ঘোষণার করা হচ্ছে। এতে আগ্রহ থাকলেও মাত্রারিক্ত খরচ বেড়ে যাওয়া অনেকে হজে যেতে পারেন না। এতে সাধারণ মুসল্লিদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিশেষ করে বিমান ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। সৌদি আরবে যেতে স্বাভাবিক বিমান ভাড়া আসা-যাওয়া ১ লাখ টাকার খরচ হয়। কিন্তু হজের সময় এই বিমান ভাড়া দ্বিগুন নির্ধারণ করা হয়। এতে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে একধরনের ক্ষোভ কাজ করছে। গত হজেও প্রত্যাশিতভাবে খরচ কমেনি। যার ফলে ৪০ হাজার কোটা পূরণ করতে পারেনি সরকার। তাই হজের যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণে দাবি জানিয়েছে হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন...