ভারত জুজু কবে দূর হবে! কোনো পর্যায়েই যে তাদের হারানো যাচ্ছে না। ময়দানি লড়াইয়ে বারবার চেষ্টা করেও হেরে যেতে হচ্ছে। শনিবার আরেকটি হারের হতাশা সঙ্গী হলো কলম্বোতে। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ লিখেছিল অসাধারণ প্রত্যাবর্তনের গল্প। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে ম্যাচটা ২-২ করে ফেলেছিল তারা। শিরোপা ভাগ্য নিয়ে গিয়েছিল টাইব্রেকারে। অথচ স্নায়ুর চাপে ভেঙে পড়ে ভাগ্য পরীক্ষাটা একপেশে করে ফেললেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। টাইব্রেকারে ৪-১ গোলে হেরে ভারতকে আরেকবার শিরোপা উৎসব করার সুযোগ করে দিলেন তারা। সাম্প্রতিক বছরগুলোতে সাফের টানা চারটি বয়সভিত্তিক আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। প্রতিবারই ভারত হেসেছে শেষ হাসি। সিনিয়ররা শেষ কবে ভারতকে হারিয়েছে তা জানতে হলে হাতড়াতে হবে দূর অতীত। অথচ পুরোটা ম্যাচ চোখে চোখ রেখে খেলেছিল বাংলাদেশের ছেলেরা। দুর্ভাগ্য...