ইন্দোনেশিয়ার কাওয়া ইজেন আগ্নেয়গিরি। এটি ‘ব্লু ফায়ার ক্রেটার’ নামে পরিচিত। এ থেকে বেরিয়ে আসা লাভার রঙ ‘নীল’ হওয়ার পর থেকেই এটি হয়েছে খবর। ইনস্টাগ্রামে ‘সায়েন্স গার্ল’ হ্যান্ডেল দিয়ে এই নীল ফায়ার ক্র্যাটারের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা ‘ইন্দোনেশিয়ার কাওয়া ইজেন আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা লাভার রঙ বৈদ্যুতিক নীল দেখায়।’ ইন্দোনেশিয়ার বানিউওয়াঙ্গিতে এই আগ্নেয়গিরিটি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। দূরদূরান্ত থেকে মানুষ হাইকিং করে নীল রঙের লাভা দেখতে আসে। নিরাপত্তার...