বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনে অংশ নিতে জাতীয় দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়ালেন আব্দুর রাজ্জাক রাজ। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সাবেক এই তারকা স্পিনার। রাজ্জাক বলেছেন, ‘আমি ১৪ বছর জাতীয় দলে খেলার সম্মান পেয়েছি এবং চার বছরেরও বেশি সময় জাতীয় নির্বাচক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আমার মনে হচ্ছে, এখন এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে, যেন সুযোগ এলে আরও বড় পরিসরে সেই খেলায় অবদান রাখতে পারি, যে খেলা আমাকে এত কিছু দিয়েছে। আমি মনে করি, এটাই সঠিক পদক্ষেপ।’ রাজ্জাকের পদত্যাগে বিস্মিত হয়েছেন নতুন নির্বাচক হাসিবুল হাসান শান্ত। কারণ, ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। এ সময় নির্বাচকের এমন পদত্যাগ তাকে অবাক...