২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র জাফলং, রাতারগুল, পান্তুমাই ও বিছনাকান্দির মতো অপরূপ সৌন্দর্যমণ্ডিত স্পটগুলোতে যাওয়ার সড়কগুলোর বেহাল দশার কারণে গোয়াইনঘাটের পর্যটনশিল্প মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এক সময় হাজারো দেশি-বিদেশি পর্যটক এ অঞ্চলে ভ্রমণে এলেও বর্তমানে আগের তুলনায় পর্যটকের সংখ্যা অনেক কমে গেছে। বিশেষ করে বিছনাকান্দি ও পান্তুমাইয়ে এখন পর্যটক প্রায় নেই বললেই চলে। তুলনামূলকভাবে রাতারগুলে কিছুটা বেশি ভিড় থাকলেও জাফলং ও অন্যান্য স্পটে ভাঙাচোরা রাস্তাঘাটের কারণে পর্যটকদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। জানা যায়, গোয়াইনঘাট উপজেলার সারি-গোয়াইন সড়ক ছাড়া হাতিরপাড়া-মানিকগঞ্জ সড়ক, গোয়াইনঘাট-সোনারহাট সড়কসহ সিলেট শহর ও পর্যটনকেন্দ্রগুলোর সাথে সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ সড়কে বড় গর্ত হয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা এলজিইডি থেকে জনগণের চাপে মাঝেমধ্যে জরুরি মেরামত কাজ করানো হলেও তা...