২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম প্রশ্ন : আমি একজন আমেরিকান মুসলিম। আমেরিকাতে আমার সুদে বাড়ি কিনার ব্যাবস্থা আছে। আমি জানতে চাই আমি কি সরকারের ৩০ বছরের সুদে কি বাড়ি কিনতে পারবো? অনেক মুসলিম এইভাবেই বাড়ি কিনছেন। উত্তর : পারবেন না। সুদে বাড়ী ক্রয় করা ইসলাম সমর্থন করে না। অনেক মুসলমান করেন, এটি কোনো যুক্তি নয়। সুদ ছাড়া নিজের সঞ্চয় বা শরীয়তসম্মত ঋণের মাধ্যমে বাড়ী কিনতে পারেন। এখানে বিনিয়োগ, বাকীতে ক্রয় বা মালিকানায় শরীক পদ্ধতিতে ক্রয়ের চেষ্টা করতে পারেন। জেনে শুনে সুদের লেনদেনে যাওয়া বৈধ হবে না। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভীসূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন। ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের...