প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচে জেতার পর ষষ্ঠ ম্যাচে এসে হার দেখল লিভারপুল। শেষ মূহুর্তের গোলে লিগ চ্যাম্পিয়নদের হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। আরেক ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। প্যালেসের মাঠে ২-১ গোলে হেরেছে লিভারপুল। ৯ মিনিটে গোল করে প্যালেসকে লিড এনে দেন ইসমাইলা সার। ৮৭ মিনিটে লিভারপুল সমতায় ফেরে ফেড্রিকো কিয়েসার গোলে। এরপর যোগ করা সময়ের সপ্তম মিনিটে এডি এনকেটিয়ার গোলে জয় নিশ্চিত করে প্যালেস। আরেক ম্যাচে বার্নলিকে ৫-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। এছাড়া নিজেদের জালে দুবার বল পাঠিয়েছেন বার্নলি ডিফেন্ডার ম্যাক্সিম এস্তেভে। সিটিজেনেদের অন্য গোলটি করেছেন ম্যাথিউজ নুনেস। বার্নলির একমাত্র গোলটি করেছেন জেইডন অ্যান্থোনি। সিটিকে লিড এনে দেন এস্তেভে। ১২ মিনিটে নিজেদের জালে বল জড়ান। ৩৮ মিনিটে অ্যান্থোনির গোলে সমতায় ফেরে বার্নলি। ৬১ মিনিটে সিটিকে...