ঘটনার সূত্রপাত একটি কথিত ধর্ষনের ঘটনাকে কেন্দ্র করে..... গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সদরস্থ ১ নং ওয়ার্ড এ খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনী পড়ুয়া উপজাতি মেয়েকে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। ভিকটিমের পিতা খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তী দিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনী কর্তৃক সন্দেহভাজন শয়ন শীল (১৯)কে গ্রেফতার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলমান। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই, সন্দেহভাজনকে আইনের আওতায় আনা হলেও, ধর্ষণের ঘটনায় শুরু থেকেই বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে পরিস্থিতি অশান্ত করার প্রয়াস অব্যাহত আছে। ঘটনাটিকে কেন্দ্র করে গত ২৪ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে খাগড়াছড়ি সদরস্থ শাপলা চত্বরে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত...