মহালয়ার মধ্যদিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এই উৎসবে মেতে উঠতে শপিং মল থেকে শুরু করে ফুটপাত ও অন্যান্য বিপণিবিতানে চলছে কেনাকাটার ধুম। এর মধ্যে একই ছাদের নিচে দেশি-বিদেশি সব ব্র্যান্ডের শোরুম থাকায় ক্রেতার আস্থার শীর্ষে রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক। কারণ এখানে বাঙালি ও পশ্চিমা সংস্কৃতির আধুনিক ও সর্বশেষ ডিজাইনসংবলিত সব পোশাক পাওয়া যাচ্ছে। জুতা-গহনায় রয়েছে বৈচিত্র্য। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীর হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিক্রেতারা জানান, এবার পূজা ঘিরে নারীদের জামদানি, কাতান, সিল্ক, সুতি ও তাঁতের শাড়ির চাহিদা বেশি। পাশাপাশি শিশুরা পোশাকের সঙ্গে কিনছে খেলনাও। শনিবার সরেজমিন যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখা যায়, এই শপিং মলে সকালে পূজার কেনাকাটা কম হলেও বিকালে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। অন্যদিকে...