অর্ন্তবতীকালীন সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে। তারা গোপনে বিভিন্ন ষড়যন্ত্র করছে। কিন্তু সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা। শনিবার রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে আমরা বিএনপি পরিবার’এর পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিগত সময় চার জনের পরামর্শে শেখ হাসিনা সব অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে গেছে। তাদের পরামর্শে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে গুলি করে, বোমা মেরে হত্যা করা হয়েছে। এখন অর্ন্তবতীকালীন সরকার থাকা সত্বেও অপরাধী দাপিয়ে বেড়াচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলটি আহত ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন।...