প্রথম প্রস্তুতি ম্যাচ ভেসে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন বিভাগে নিজেদের ঝালিয়ে নিতে উন্মুখ ছিল বাংলাদেশ। নিগার সুলতানার দলের সেই চাওয়া পূরণ হলো ভালোভাবেই। জমজমাট এক ম্যাচ উপহার দিল দুই দল, সেখানে স্নায়ুর চাপ ধরে রেখে দারুণ জয় পেল বাংলাদেশ। উইমেন’স বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শনিবার ১ রানে জিতেছে বাংলাদেশ। ২৪২ রানের সংগ্রহ গড়ে তারা ম্যাচের শেষ বলে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছে ২৪১ রানে। প্রস্তুতি ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ কিছু নয়। তবে শেষ দিকে দারুণ জমে যাওয়া লড়াইয়ে জয় পাওয়ায় বাড়তি আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ। মূল মঞ্চে আগামী বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। এর আগে মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। বৃষ্টিতে ভেসে যাওয়া আগের ম্যাচে যা একটু বোলিং করতে পেরেছিলেন মারুফা আক্তার ও ফারিহা তৃষ্ণা। এদিন তাই টস জিতে...