৮৭ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোল। ৭৮ মিনিট পিছিয়ে থাকার পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সমতা ফেরাল লিভারপুল। মনে হচ্ছিল এ মৌসুমের শুরু থেকেই যে চিত্রনাট্য মেনে চলেছে লিভারপুল, আজ সেলহার্স্ট পার্কেও তেমন কিছুই হতে যাচ্ছে! কিন্তু হলো উল্টোটাই। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে গোল করে জিতে গেল প্যালেসই। টানা পাঁচ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগ শুরু করা বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল হারল ষষ্ঠ ম্যাচে এসে। আর্নে স্লটের দল হারল সেই প্যালেসের কাছে, যাদের কাছে কমিউনিটি শিল্ডে টাইব্রেকারে হেরেই মৌসুমটা শুরু করেছিল লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের রেকর্ড টানা ১৮ ম্যাচে অপরাজিত প্যালেসকে ৯ মিনিটে এগিয়ে দেন ইসমাইলা সার। কিয়েসার গোলে লিভারপুল সমতায় ফেরে ৮৭ মিনিটে। এরপর যোগ করা সময়ের সপ্তম মিনিটে এডি এনকেটিয়ার গোলে জয় তুলে নেয় প্যালেস। গোলটি অবশ্য ভিএআর অফসাইড...