বরিশালের বানারীপাড়া উপজলোয় মারধরে নিহত হয়েছেন স্থানীয় কৃষক দলের এক নেতা। শনিবার সন্ধ্যায় উপজলোর সৈয়দকাঠি ইউনয়িনরে করফাকর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তরি নাম আব্দুল লতিফ (৫৫)। তিনি সৈয়দকাঠি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক। বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা বলেন, আছরের নামাজ পড়ে কৃষক দল নেতা আব্দুল লতিফ করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী দেলোয়ার ঘরামীর সঙ্গে তর্ক হয়। রিয়াজ মৃধা দাবি করেন, দেলোয়ার ঘরামী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তর্কের এক পর্যায়ে তিনি সজোরে আব্দুল লতিফের কানে চড় দেন। এতে পড়ে যান লতিফ। তখন সেখানে থাকা দেলোয়ারের মেয়ে জামাই তুহিনসহ ৭/৮ জন এসে তাকে লাথি ও কিল ঘুষি দেয়। স্থানীয় লোকজন লতিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর...