লিগে প্রথম ৬ ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছিল সব কটিতে। আতলেতিকো মাদ্রিদের জয় ছিল ৬ ম্যাচে মাত্র দুটি। এরপরও খেলাটা আতলেতিকোর মাঠে বলে আর এ দুই দলের লড়াইটা ‘মাদ্রিদ ডার্বি’ বলে আতলেতিকোকে খুব পিছিয়ে রাখার সুযোগ ছিল না। কিন্তু মেত্রোপলিতানোয় শেষ পর্যন্ত যা ঘটল, তা হয়তো রিয়াল মাদ্রিদের ভাবনারও বাইরে ছিল। লা লিগায় আজ আতলেতিকোর মাঠে ৫–২ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। আতলেতিকোর কাছে রিয়াল আগেও হেরেছে। কিন্তু ৫ গোল হজম করল ৭৫ বছর পর। সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬–৩ গোলে হেরেছিল রিয়াল। ম্যাচের ১৪তম মিনিটে প্রথম এগিয়ে যায় আতলেতিকোই। গিলিয়ানো সিমিওনের বাড়ানো বল জালে জড়ান স্প্যানিশ সেন্টার ব্যাক রবিন লে নরমান্দ। ২৫তম মিনিটেই এই গোলটি শোধ করে দেয় রিয়াল মাদ্রিদ। আর্দা গুলেরের বাড়ানো বলে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এবারের লা...