বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিধিনিষেধের কারণে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়াকে ‘আশ্চর্যজনক’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি বলেন, “আমি তো এর মধ্যেই অনেকবার বাইরে গেলাম, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর অনেকবারই যাওয়া হয়েছে। শেষ গত জুনেও গেলাম। তো এখন এটা এরকম আশ্চর্যজনক কারণ। এ রকম (বিধিনিষেধ) আমাকে কোনো নোটিসও দেওয়া হয় নাই, জানানো হয় নাই।” বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে তার যাত্রার কথা ছিল। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজি গোলাম রসুল জানান, বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের পক্ষ থেকে সোহেল তাজের দেশের বাইরে যাওয়ার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এ প্রসঙ্গে সোহেল তাজ বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি, দেখি আগামীকাল (রোববার)...