সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করেন। শনিবার, (২৭ সেপ্টেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। ‘আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’-এর আহ্বায়ক ও কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম জানান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ১৫ দিনের মধ্যে আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন। আমরা সিলেটের জনগণের যোগাযোগের ভোগান্তি নিরসনে জনস্বার্থে এ আন্দোলন করছি। অবরোধের আগে কুলাউড়া জংশনে আয়োজিত এ কর্মসুচিতে বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান এবং ‘আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’-এর আহ্বায়ক আজিজুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা...