রাজশাহীতে বাস ও ট্রাকের সংঘর্ষে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন। তারা বাসের যাত্রী ছিলেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পবা উপজেলার নওহাটা পৌর এলাকার রাজশাহী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাসটি উল্টে দুমড়েমুচড়ে গেছে। এটি নওগাঁ থেকে রাজশাহীতে যাচ্ছিল। ট্রাকটি নওগাঁর দিকে যাচ্ছিল। ঘটনার পর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত ব্যক্তির নাম কাজল (২৫)। তিনি নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের নৃপেণ চন্দ্রের ছেলে। তিনি রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। এছাড়াও গুরুতর আহতরা হলেন, মান্দা উপজেলার...