মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই- আজম বীরপ্রতীক বলেছেন, এইবারের পূজাই পূজার্থীরা যাতে নির্বিঘেœ ও নিরাপদ পরিবেশে পালন করতে পারে সেজন্য সরকারের পক্ষ্য থেকে সর্বাত্মক প্রচেষ্ঠ অব্যাহত থাকবে। সেজন্য ইতিমধ্যে পূজার নিরপত্তা এবং অন্যান্য আনুসঙ্গিক বিষয়ে সরকারের পক্ষ থেকে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। উপদেষ্টা শনিবার বিকালে নগরীর জামালখানে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তন কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। উপদেষ্টা বলেন, এইটা শুধু সনাতন ধর্মাম্বলীদের অনুষ্ঠান নই, এটি সার্বজনীন অনুষ্ঠান। ছোটবেলায় আমরা সকল ভেদাভেদ ভুলে বাতাসা, মোয়ার লোভে এবং সাংস্কৃতিক বিভিন্ন্ অনুষ্ঠান দেখতে বাড়ির পাশে বিভিন্ন পূজায় ছোটে চলতাম। আমরা তখন পূজাকে সমান মর্যাদায়,সমান মাত্রায় উপভোগ করতাম। কিš‘ বর্তমান সময়ে সেটি অনেকটা লোপ পেয়েছে। এটির পিছনে প্রযুক্তির ছোয়াসহ...