মৃত ওই সাংবাদিকের নাম ওসমান হারুনী (৪৩)। একই এলাকার মৃত আবু তালেবের ছেলে। মোহনা টিভির জেলা প্রতিনিধি ছিলেন। তার স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজ বাড়ির কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা পরে লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোরাদুজ্জামান বলেন, ‘ওসমান হারুনী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক সংকট ও শারীরিক অসুস্থতার কারণে আত্মহত্যা করেছেন।’ ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান...